ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার প্রেম, বিয়ের প্রস্তুতি?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
আবার প্রেম, বিয়ের প্রস্তুতি? টম ক্রুজ ও ভেনাসা ক্রিবি (ছবি: সংগৃহীত)

তিনবার বিয়ে করেছেন তিনি। বিচ্ছেদেও হয়ে গেছে। আর প্রেম? সে তো অজস্র! টম ক্রুজ নিজেও বোধহয় গুনতে পারবেন না তার প্রেমিকার সংখ্যা।

শোনা যাচ্ছে, ‘মিশন ইম্পসিবল ৬’-এর অভিনেত্রী ভেনাসা ক্রিবির সঙ্গে প্রেমে মজেছেন টম। তবে এ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউ।

মিমি রজার্স, নিকোল কিডম্যান, কেটি হোমসের সঙ্গে বিয়ে হয়েছিলো টমের। এ ছাড়া জনপ্রিয় এই তারকার প্রেমিকার তালিকায় রয়েছে পেনেলোপ ক্রুজের নামও।

‘দ্য ক্রাউন’ টেলিভিশন সিরিজে ভেনেসার অভিনয় দেখেই তাকে ‘এমআই’ সিরিজে কাস্ট করেছেন টম। তবে শুধু টম নন, ভেনেসা এর আগে অভিনেতা ডগলাস বুথের সঙ্গে প্রেম করেছিলেন। ২০১২ সালে বিবিসি গ্রেট এক্সপ্রেসনের সেটে পরিচয় হয়েছিলো ভেনেসা ও ডগলাসের। এখন শোনা যাচ্ছে প্রেমের পথ ধরে বিয়ের দিকে এগোচ্ছেন টম-ভেনাসা।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।