ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রানী কেন ঐশ্বরিয়ার বাড়িতে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
রানী কেন ঐশ্বরিয়ার বাড়িতে! ঐশ্বরিয়া রাই বচ্চন ও রানী মুখার্জি (ছবি: সংগৃহীত)

রানী মুখার্জি-ঐশ্বরিয়া রাই বচ্চনের মধ্যে ছিলো সুন্দর বন্ধুত্ব। কিন্তু সময়ের ব্যবধানে সেটা হারিয়েও যায় কালের গর্ভে। আবার জোড়া লাগছে পুরনো সম্পর্ক? কী মনে করে রানী গেলেন ঐশ্বরিয়ার বাড়িতে?

রানী-ঐশ্বর্যের বন্ধুত্বের সময়টাতে শাহরুখ খানের বিপরীতে ‘চলতে চলতে’ ছবির কাজ করছিলেন অ্যাশ। সে সময় সেটে এসে খারাপ ব্যবহার করায় সালমানের সঙ্গে বিচ্ছেদ হয় ঐশ্বরিয়ার।

পরে প্রাক্তন এই সুন্দরীকে বাদ দিয়ে ছবিটিতে নেওয়া হয় রানী মুখার্জিকে। এরপর থেকেই রানী-ঐশ্বর্য বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরে। দীর্ঘ বছর পর মান-অভিমান ভুলতে যাচ্ছেন তারা।

১৮ মার্চ মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান ঐশ্বরিয়ার রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই। এ কারণে পেছনের সব ঝগড়া-বিবাদ ভুলে বন্ধু ঐশ্বরিয়াকে সান্তনা দিতে এগিয়ে এলেন রানী, ঐশ্বর্যের বাড়িতে কাটালেন কিছুটা সময়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।