ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৫ চরিত্রে রজনী, ১২ রূপে অক্ষয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
৫ চরিত্রে রজনী, ১২ রূপে অক্ষয় রজনীকান্ত ও অক্ষয় কুমার (ছবি: সংগৃহীত)

এ বছরের সবচেয়ে বড় বাজেটের ছবি হচ্ছে এসএস রাজামৌলির পরিচালিত ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’। তালিকায় আছে আরেকটি নাম। সেটি হলো শঙ্করের ‘২.০’। ছবিটিতে পাঁচটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করবেন রজনীকান্ত। অন্যদিকে ১২ রূপ নিয়ে হাজির হবেন অক্ষয় কুমার।

শোনা যাচ্ছে, দক্ষিণের সুপারস্টার রজনীকে ড. ভাসেগড়ন, চিট্টি: দ্য রোবট, বামণ ও খল চরিত্রে দেখা যাবে এই ছবিতে। একইসঙ্গে ‘২.০’তে অক্ষয়ের ১২টি ভিন্নরূপ দেখা যাবে।

সম্প্রতি ছবির প্রথম লুক প্রকাশনার সময় এমনটাই জানানো হয়েছে।

৪০০ কোটি বাজেট নিয়ে তৈরি ‘২.০’ মুক্তি পাবে এ বছরের দিওয়ালিতে। তবে এরই মধ্যে টেলিভিশনের স্যাটেলাইট সত্ত্ব থেকে ১১০ কোটি রূপি উপার্জন করে ফেলেছে ছবিটি। এতে রজনীকান্ত ও অক্ষয়ের পাশাপাশি আরও থাকছেন অ্যামি জ্যাকসন, শুধাংশু পান্ডে ও আদিল হুসেইন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।