ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জাজের বাইরে জলি, সঙ্গে বাপ্পি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
জাজের বাইরে জলি, সঙ্গে বাপ্পি জুটি বেঁধেছেন বাপ্পি ও জলি (ছবি: সংগৃহীত ও বাংলানিউজ)

‘অঙ্গার’, ‘নিয়তি’ আর ‘মেয়েটি এখন কোথায় যাবে’— এই তিন ছবির নায়িকা জলি। ছবিগুলো প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। প্রথমবারের মতো জলি এই প্রতিষ্ঠানের বাইরের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। নতুন ছবিতে তার নায়ক বাপ্পি।

আগের তিন ছবিতে জলির নায়ক ছিলেন ওম, আরিফিন শুভ ও শাহরিয়াজ। এবার তিনি পাচ্ছেন বাপ্পিকে।

‘ডেঞ্জার জোন’ নামে নতুন ছবির শুটিং শুরু হবে এরই মধ্যে। মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় ছবিটির মহরত হচ্ছে।  

জলি বাংলানিউজকে বলেন, ‘হ্যা, ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, ভালো কিছু হবে। সন্ধ্যায় মহরতে দেখা হবে। ’

‘ডেঞ্জার জোন’ পরিচালনা করবেন বেলাল সানি। মহরতে ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।