ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রথম সন্তানকে স্বাগত জানাচ্ছেন বিপাশা-করণ?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
প্রথম সন্তানকে স্বাগত জানাচ্ছেন বিপাশা-করণ? বিপাশা বসু-করণ সিং গ্রোভার (ছবি: সংগৃহীত)

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন বিপাশা বসু-করণ সিং গ্রোভার দম্পতি। তবে এসব গুঞ্জনে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

মঙ্গলবার (২৮ মার্চ) এ প্রসঙ্গে ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী টুইটারে লিখেছেন, ‘আমার গর্ভবতী হওয়ার কৌতুহল দেখে একদিকে যেমন ভালো লাগছে অন্যদিকে তেমনটাই বিরক্তবোধ করছি। যারা আমার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে খুশি হয়েছেন তাদের হতাশ করার জন্য দুঃখিত।

কারণ আমি ও করণ এ মুহূর্তে এমন কিছু পরিকল্পনা করছি না। যখন আমরা এমন কিছু পরিকল্পনা করবো তখন আপনাদের সঙ্গে সে খুশির খবর ভাগাভাগি করে নেবো। ’

বিপাশা বসু-করণ সিং গ্রোভার (ছবি: সংগৃহীত)২০১৫ সালে ভূষণ পাটেল পরিচালিত ‘অ্যালোন’ ছবিতে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পরেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। এরপর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন তারা।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।