ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভাঙেনি তাদের সম্পর্ক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
ভাঙেনি তাদের সম্পর্ক রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

প্রেমের সম্পর্কের পাট চুকে গেছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ক’দিন ধরে এমনটাই শোনা যাচ্ছে। তবে এবার প্রথম নয়, এর আগেও বহুবার তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গেছে। এসব গুঞ্জনকে আরও একবার মিথ্যা প্রমান করে দিয়েছেন তারা।   

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিমানবন্দরে তোলা একসঙ্গে দু’জনের ছবি প্রকাশ পেয়েছে। তবে দু’জনের একসঙ্গে ছবি তোলাতে খুশি হতে পারেননি রণবীর।

অন্যদিকে সাবলীলভাবেই ছিলেন দীপিকা।

 বিমানবন্দরে তোলা রণবীর ও দীপিকার ছবিএখানেই শেষ নয়, সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রেমিককে ছাড়াই উপস্থিত হয়েছিলেন দীপিকা। এমনকি হাসপাতালে ভর্তি রণবীরকে পর্যন্ত দেখতে যাননি তিনি। এসব কারণে তাদের বিচ্ছেদের গুঞ্জন আরও জোড়ালো হয়েছিলো।

তবে চমকপ্রদ ব্যাপার হলো, পরিচালিত সঞ্জয়লীলা বানশালির কথা মতোই না-কি দূরে দূরে থাকছেন তারা।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।