ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মুখোমুখি শাহরুখ-অক্ষয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
মুখোমুখি শাহরুখ-অক্ষয় অক্ষয় কুমার ও শাহরুখ খান (ছবি: সংগৃহীত)

এ বছরের শুরুতে বক্স অফিসে মুখোমুখি হয়েছিলো শাহরুখ খানের ‘রইস’ ও হৃতিক রোশনের ‘কাবিল’। এবার শাহরুখের সঙ্গে মুখোমুখি হতে যাচ্ছে অক্ষয় কুমারের।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১১ আগস্ট মুক্তি দেওয়া হচ্ছে শাহরুখ খান ও আনুশকা শর্মা অভিনীত ‘দ্য রিং’। একই দিন মুক্তি পাবে অক্ষয় কুমার ও ভূমি পেড়নেকরের ‘টয়লেট: এক প্রেম কথা’।

প্রথমে ২ জুন মুক্তি দেওয়ার কথা ছিলো অক্ষয় অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’। কিন্তু তা পিছিয়ে ১১ আগস্ট নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) এমনটাই ঘোষণা দেওয়া হয়।

এবারই প্রথম নয়, এর আগে ২০১২ সালে শাহরুখ অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ও অক্ষয় কুমারের ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা’ ছবি দুটি মুখোমুখি হওয়ার কথা ছিলো। কিন্তু পরবর্তীতে অক্ষয়ের ছবিটি এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।