ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভাই দাউদ ইব্রাহিমকে নিয়ে হাজির শ্রদ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
ভাই দাউদ ইব্রাহিমকে নিয়ে হাজির শ্রদ্ধা ‘হাসিনা: দ্য কুইন অব মুম্বাই’ ছবির পোস্টারে সিদ্ধার্থ কাপুর ও শ্রদ্ধা কাপুর

মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের প্রয়াত বোন হাসিনা পার্কারের জীবনী নিয়ে তৈরি ‘হাসিনা: দ্য কুইন অব মুম্বাই’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। গত মাসে প্রকাশিত হয়েছিলো ছবির প্রথম পোস্টার। যেখানে হাসিনা চরিত্রে হাজির হয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছবির আরও একটি পোস্টার শেয়ার করেছেন ‘আশিকি’খ্যাত এই অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, চেয়ারে বসে আছেন দাউদ ইব্রাহিম (সিদ্ধার্থ কাপুর) এবং তার সামনে দাঁড়িয়ে আছেন হাসিনা পার্কার (শ্রদ্ধা কাপুর)।

অপূর্ব লাখিয়া পরিচালিত ‘হাসিনা: দ্য কুইন অব মুম্বাই’-এ দাউদ ইব্রাহিম চরিত্রে রয়েছেন শ্রদ্ধার ভাই সিদ্ধার্থ কাপুর। এই প্রথম কোনো ছবির জন্য একসঙ্গে জুটিবদ্ধ হয়েছেন ভাই-বোন। আগামী ১৪ জুলাই মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।