ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘সাদা আর লাল’-এ একাকার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
‘সাদা আর লাল’-এ একাকার আসিফ ইকবাল, অটমনাল মুন ও আসিফ আকবর (ছবি: সংগৃহীত)

দীর্ঘদিন ধরে সংগীতাঙ্গনে বিচরন করলেও একসঙ্গে কাজ করেননি গীতিকবি আসিফ ইকবাল ও গায়ক আসিফ আকবর। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অটামনাল মুন। ‘সাদা আর লাল’ নিয়ে এবার আসছেন তারা। এটি তাদের প্রথম যৌথ প্রয়াস।

আসিফ ইকবালের কথায় অটমনাল মুনের সুর ও সংগীতে ‘সাদা আর লাল’ শিরোনামে গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। গানটি প্রকাশ করবে গানচিল মিউজিক।

আসিফ আকবর সবশেষ ‘আগুন’ গান-ভিডিও দিয়ে আলোচনায় এসেছেন। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি উপভোগ করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।