ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কিসের জন্য বোনকে দায়ী করলেন আলিয়া?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
কিসের জন্য বোনকে দায়ী করলেন আলিয়া? শাহিন ভাট ও আলিয়া ভাট (ছবি: সংগৃহীত)

‘আশিকি থ্রি’! এই একটি ছবির মাধ্যমে বাবার (মহেশ ভাট) সঙ্গে প্রথম কাজ ও প্রেমিকের (সিদ্ধার্থ মালহোত্রা) সঙ্গে আবার অভিনয় করার সুযোগ পাবেন আলিয়া ভাট। কিন্তু এখনও পর্যন্ত ছবিটির সম্পূর্ণ চিত্রনাট্য তৈরি হয়নি। এ কারণে বোন শাহিন ভাটকে দায়ী করেছেন বলিউডের এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘আশিকি থ্রি’ ছবিটি নিয়ে আলোচনা করেন আলিয়া। সেখানেই তিনি জানান, শুরু থেকেই ছবিটিতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন তিনি।

এমনকি এর চিত্রনাট্যের জন্যও অপেক্ষা করছেন। যা লিখছেন তার বোন শাহিন ভাট। কিন্তু এটি লেখার জন্য না-কি বাস্তবতা প্রয়োজন। কিন্তু এখন অন্য দু’টি ছবির চিত্রনাট্যের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় সেটি তৈরিতে দেরি হচ্ছে। আর এজন্য বোনকে দায়ী করছেন আলিয়া।

সবশেষ করণ জোহর প্রযোজিত ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিতে দেখা গেছে আলিয়া ভাটকে। এতে তার সহশিল্পী ছিলেন বরুণ ধাওয়ান।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।