ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গান গাইবেন শচীন টেন্ডুলকার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
গান গাইবেন শচীন টেন্ডুলকার! শচীন টেন্ডুলকার ও সোনু নিগাম (ছবি: সংগৃহীত)

অর্ন্তজাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। যা রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে। হবেই না কেনো? কারণ ছবির একজন হলেন ভারতের জনপ্রিয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার আর অন্যজন জনপ্রিয় গায়ক সোনু নিগাম।

কিন্তু রহস্যজনক ব্যাপার হলো, যার হাতে ব্যাট থাকার কথা তার হাতে মাইক আর যার হাতে মাইক থাকার কথা তার হাতে রয়েছে ব্যাট। এ কারণে কিছুটা ভাবনায় পড়ে গেছেন এ দুই তারকার ভক্তরা।

এখানেই শেষ নয়, এমনটাও গুঞ্জন উঠেছে যে খুব শিগগিরই হয়তো কোনো গানে কণ্ঠ দেবেন শচীন টেন্ডুলকার। যার সংগীত পরিচালনা করবেন সোনু নিগাম। কিন্তু এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউ। তাই এখনও শুধু দেখার অপেক্ষা কি হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।