ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৫০ দিন পর সন্তানদের বাড়ি নিলেন করণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
৫০ দিন পর সন্তানদের বাড়ি নিলেন করণ হাসপাতাল থেকে সন্তানদের নিয়ে বাড়ি ফিরছেন করণ (ছবি: সংগৃহীত)

সারোগেসি পদ্ধতিতে যমজ সন্তানের বাবা হয়েছেন করণ জোহর। যার মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে। তাদের নাম রাখা হয়েছে, যশ ও রুহি। ক’দিন আগে নিজ মুখেই এসব কথা স্বীকার করেছেন তিনি। কিন্তু দুঃভাগ্যবশত জন্মের ৫০ দিন পর সন্তানদের বাড়ি নিতে হলো তাকে। কেননা নির্ধারিত সময়ের (সাত মাস) আগে জন্মগ্রহন করেছিলো তারা।

সময়ের আগে জন্ম নেওয়ায় গত ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের একটি হাসপাতালের নিউরোনাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) ভর্তি করা হয়েছিলো যশ ও রুহিকে। যেখানে ভূপেন্দ্র আভাস্তির তত্ত্বাবধানে ছিলো তারা।

সেখান থেকে বুধবার সকালে তাদের বাড়ি নিয়ে যান করণ। এসময় তার পরণে ছিলো কালো জ্যাকেট ও কালো প্যান্ট।

এদিকে, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত এই প্রযোজকের সন্তানদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন শাহরুখ খান ও আলিয়া ভাট।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।