ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সহশিল্পীকে চড় মারলেন রাভিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
সহশিল্পীকে চড় মারলেন রাভিনা রাভিনা ট্যান্ডন ও মধুর মিত্তল (ছবি: সংগৃহীত)

শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই। সত্যি সত্যি সহশিল্পী মধুর মিত্তলকে চড় মেরেছেন রাভিনা ট্যান্ডন। তবে ইচ্ছা করে নয়, পরিচালকের কথা অনুযায়ী এমনটা করতে হয়েছে তাকে।

অস্থির সায়েদ পরিচালিত ‘মিত্র’ ছবির দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাভিনা। যার একটি দৃশ্য সঠিকভাবে ফুটিয়ে তুলতে মধুরকে সত্যি চড় মারতে বলেছিলেন পরিচালক।

এ প্রসঙ্গে রাভিনার একটি সূত্র জানান, ‘মধুরকে চড় মারতে গিয়ে কিছুটা অস্বস্তিবোধ করছিলেন বলিউডের এই অভিনেত্রী। পরবর্তীতে পরিচালক তাকে বোঝানোর পর তিনি দৃশ্যটি করতে রাজি হন। ’

ওই সূত্র আরও জানান, “রাভিনা যে সত্যি চড় মারবেন তা জানতেন না মধুর। এ কারণে চড় মারার পর কিছুটা অবাক ও রাগ হয়ে গিয়েছিলেন তিনি। পরিচালক এটাই চেয়েছিলেন। তখনই সেই মুহূর্তের দৃশ্যটি ধারণ করা হয়। তবে একবার নয়, তিন-তিনবার চড় মারা হয়েছিলো মধুরকে। ”

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।