ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অবশেষে নোবেল পুরস্কার গ্রহণ করবেন বব ডিলান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
অবশেষে নোবেল পুরস্কার গ্রহণ করবেন বব ডিলান বব ডিলান (ছবি: সংগৃহীত)

অবশেষে নোবেল পুরস্কার গ্রহণ করবেন আমেরিকান গায়ক-গীতিকার বব ডিলান। বুধবার (২৯ মার্চ) সুইডিশ অ্যাকাডেমির এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, চলতি সপ্তাহে সুইডেনের স্টকহোম থেকে নোবেলটি গ্রহণ করবেন তিনি।

এ প্রসঙ্গে সুইডিশ অ্যাকাডেমির স্থায়ী সচিব সারা দানিউস জানান, ‘চলতি সপ্তাহের শেষ দিকে সুইডিশ অ্যাকাডেমি ও বব ডিলান বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন। সে সময় অ্যাকাডেমি বব ডিলানের হাতে নোবেল ডিপ্লোমা ও নোবেল পুরস্কার তুলে দেবে।

এছাড়া সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ায় তাকে অভিনন্দন জানানো হবে। ’

১৩ অক্টোবর নোবেল পুরস্কার মনোনয়ন কমিটি দি রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স তাকে বিজয়ী ঘোষণা করলেও এতোদিন পর্যন্ত এ পুরস্কার গ্রহণ করেননি বর্ষীয়ান এই গায়ক-গীতিকার। এমনকি নোবেলের নয় লাখ ১০ হাজার ডলার সমমূল্যের অর্থ নেওয়ার জন্য যে বক্তব্য দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে সেটিও দেননি তিনি।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
বিএসকে

** সাহিত্যে নোবেল পেলেন বব ডিলান
** নোবেল জয়ের কথা উল্লেখ করলেন না বব ডিলান
** নোবেল পুরস্কার অনুষ্ঠানে থাকছেন না বব ডিলান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।