ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সমসাময়িক প্রেম ও পার্শ্ব প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
সমসাময়িক প্রেম ও পার্শ্ব প্রতিক্রিয়া ‘ক্রসিং’ নাটকের দৃশ্যে জোভান ও নাদিয়া

আদিবা ও সেজান টিন এজার হলেও প্রেম করছে। ধীরে ধীরে জীবন-যাপনে বিরক্ত হয়ে উঠতে থাকে ওরা। এরই মধ্যে দিয়ে গোপন সম্পর্কও টিকে থাকে দু’জনের। এক সময় বাস্তবতার মুখোমুখি হয় ওরা। দু’জনের সিদ্ধান্তে ছাড়াছাড়িও হয়ে যায়। 

এরপর নতুন নতুন সম্পর্কের দিকে এগিয়ে ভয়ঙ্কর সব অভিজ্ঞতা হয় আদিবা ও সেজানের। দু‘জনের না থাকে ফেরার উপায়, না থাকে নতুন কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর সুযোগ।

অথচ ভেতরে ভেতরে ঠিক বুঝতে পারে, যা ছিলো ভালোই ছিলো, কিন্তু আবার কিভাবে সম্ভব হবে ফিরে আসা? 

সমসাময়িক প্রেম ও পার্শ্ব প্রতিক্রিয়ার এমন গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘ক্রসিং’। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাদিয়া খানম।  

‘ক্রসিং’ নাটকের দৃশ্য নির্মাতা অনন্য ইমন জানান, হাবিব জাকারিয়া উল্লাসের লেখা এই নাটকটি অচিরেই দেখা যাবে একটি বেসরকারি টিভিতে। এতে আরও অভিনয় করেছেন শিখা, জিসান, রবিন, ইভানা ও মৌসুমী।  

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।