ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ক্যাটরিনা-আনুশকার সঙ্গে অভিনয় করবেন না আমির!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
ক্যাটরিনা-আনুশকার সঙ্গে অভিনয় করবেন না আমির! ক্যাটরিনা কাইফ, আমির খান ও আনুশকা শর্মা (ছবি: সংগৃহীত)

এক অভিনেত্রীকে নিয়ে পুনরায় কাজ করাতে বিশ্বাসী নন আমির খান। সম্প্রতি এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। এমনকি তার বিগত কয়েক বছরের ছবিগুলো দেখলে তেমনটাই প্রমান পাওয়া যায়। যেখানে আলাদা আলাদা অভিনেত্রীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন বলিউডের এই সুপারস্টার। এর মধ্যে রয়েছেন আনুশকা শর্মা (পিকে), ক্যাটরিনা কাইফ (ধুম থ্রি) ও সাক্ষী তানওয়ার (দঙ্গল)।

এমনটাও গুঞ্জন শোনা যাচ্ছে, আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করবেন না মিস্টার পারফেকশনিস্ট। কারণ একটাই যে, পুনরায় কোনো অভিনেত্রীকে নিয়ে কাজ করবেন না ‘ধুম’খ্যাত এই তারকা।

তবে চমদপ্রদ ব্যাপার হলো, আমির খানের পরবর্তী ছবি ‘থাগস অব হিন্দুস্তান’-এ তার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন আনুশকা শর্মা। কিন্তু ৫২ বছর বয়সী এই অভিনেতা তাতে সম্মতি জানায়নি।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।