ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুনীল আউট, রাজু ইন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
সুনীল আউট, রাজু ইন সুনীল গ্রোভার ও রাজু শ্রীবাস্তব (ছবি: সংগৃহীত)

শিরোনাম দেখে চমকে যাওয়ার কিছু নেই। সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রচারিত জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-এ সুনীল গ্রোভারের পরিবর্তে নেওয়া হয়েছে কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে। বিষয়টি ভারতীয় গণমাধ্যমগুলোকে নিজেই নিশ্চিত করেছেন রাজু।

এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘হ্যাঁ, ইতিমধ্যে আমি একটি পর্বের দৃশ্যধারণের কাজ শুরু করেছি। এছাড়া সনি এন্টারটেইনমেন্ট চ্যানেল ও কপিল টিমের জন্য কাজ করতে পেরে আনন্দ লাগছে।

কিন্তু ড. মসুর ডাল চরিত্রে পাওয়া যাবে না আমাকে। তবে আমার অভিনয় দর্শকদের পছন্দ হবে বলে আশা করছি। ’

সম্প্রতি অস্ট্রেলিয়ায় একটি শো করতে গিয়েছিলো টিম কপিল। সেখান থেকে ফেরার পথে বিমানে মদ খেয়ে কমেডিয়ান সুনীল গ্রোভারকে মারধর ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন কপিল শর্মা। এ কারণে ‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে দেন সুনীল।

সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রচারিত ‘দ্য কপিল শর্মা শো’র উপস্থাপক কপিল শর্মা। একই অনুষ্ঠানে ড.মসুর গুলাটি, রিংকু ভাবী ও গুত্থি চরিত্রে দেখা যেতো সুনীলকে।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
বিএসকে

** মদ খেয়ে সুনীলকে মারধর করলেন কপিল
** কপিলের শো ছেড়ে দেবেন সুনীল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।