ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জাতীয় নাট্যশালায় ‘কহে বীরাঙ্গনা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
জাতীয় নাট্যশালায় ‘কহে বীরাঙ্গনা’ ‘কহে বীরাঙ্গনা’ নাটকের দৃশ্য

মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা’ কাব্য অবলম্বনে  তৈরি হয়েছে নাটক ‘কহে বীরাঙ্গনা’। এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। সফল মঞ্চ প্রযোজনা হিসেবে দৃষ্টি কেড়েছে এটি। এরই ধারাবাহিকতায় রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে মণিপুরি থিয়েটারের নাটক ‘কহে বীরাঙ্গনা’।

মহাভারতের নারী চরিত্র ‘শকুন্তলা’, ‘দ্রৌপদী’, ‘দুঃশলা’ ও ‘জনা’কে নিয়ে তৈরি হয়েছে নাটকের গল্প। এতে একক অভিনয় করবেন জ্যোতি সিনহা।

এ ছাড়া মূল অভিনেত্রীর সঙ্গে ভাবমুদ্রা রূপায়ণে থাকবেন স্মৃতি সিনহা, অরুণা সিনহা, প্রিয়াঙ্কা সিনহা, অনামিকা চ্যাটার্জী।

২০১০ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ‘কহে বীরাঙ্গনা’র প্রথম প্রদর্শনী হয়। এর পর ভারত ও বাংলাদেশের বিভিন্ন মঞ্চে নাটকটির প্রদর্শনী প্রশংসা অর্জন করে। ভারতের টাইমস ইন্ডিয়ার আমন্ত্রণে কলকাতায় নাটকটির প্রদর্শনী প্রশংসা অর্জন করে।

সেরা মঞ্চনাটক হিসেবে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রদত্ত আব্দুল জব্বার খান পদক অর্জন করে ‘কহে বীরাঙ্গনা’। এ ছাড়া ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণে আসাম ও ত্রিপুরায় নাটকটির প্রদর্শনী হয়।

‘কহে বীরাঙ্গনা’র সংগীতে থাকবেন শর্মিলা সিনহা, বাদ্যে থাকবেন বিধান চন্দ্র সিংহ, বাবুচাঁন সিংহ।  অগ্রিম টিকেটের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১৭৩৮৬৬৪৬ নম্বরে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।