ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিজু আহমেদকে স্মরণ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
মিজু আহমেদকে স্মরণ  মিজু আহমেদ (ছবি: সংগৃহীত)

শোকে ভাসিয়ে পরপারে চলে গেলেন অভিনেতা মিজু আহমেদ। কুষ্টিয়ায় মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তিনি। চলচ্চিত্রের দীর্ঘ ক্যারিয়ারে মিজু পেয়েছিলেন অগনিত শিল্পী ও ভক্তের ভালোবাসা।

মিজু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে একাধিকবার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার স্মরণে সংগঠনটি দোয়া ও মিলাদের আয়োজন করেছে।

শনিবার (১ এপ্রিল) বাদ আসর এফডিসিতে এই আয়োজনে উপস্থিত থাকবেন মিজু আহমেদের সতীর্থরা।  

অন্যদিকে ২ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সকাল ১১টায় মিজুর স্মরণে দোয়া ও স্মরণসভা করবে সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি।  

২৭ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রুপালি পর্দার মন্দ মানুষ মিজু আহমেদ। ‘ত্রাস’ ছবিতে অভিনয়ের সুবাদে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।  

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।