ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক মাসের ব্যবধানে মেহজাবিনের দুই 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এক মাসের ব্যবধানে মেহজাবিনের দুই  মেহজাবিন, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টেলিভিশন নাটকের শিল্পীরা ঝুঁকছেন মিউজিক ভিডিওর দিকে। নিত্য নতুন মিউজিক ভিডিওতে মডেল হচ্ছেন তারা। শুধু নাটক বা বিজ্ঞাপন নয়, মিউজিক ভিডিওতে অংশ নেওয়াও এ সময়ের ট্রেন্ড বলা চলে।

একমাস আগেই মিউজিক ভিডিওর মডেল হয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন মেহজাবিন। এতে তার বিপরীতে ছিলেন অপূর্ব।

আবারও গানের চিত্রায়নে অংশ নিলেন টিভি নাটকের জনপ্রিয় এই অভিনেত্রী। সুস্মিতা আনিসের গাওয়া ‘কেউ না জানুক’ গানের পর মেহজাবিনকে দেখা যাবে ‘কথা দাও তুমি থাকবে পাশে’ গানের ভিডিওতে।  

গেল ঈদুল ফিতরে প্রকাশ পেয়েছিলো কনা ও ইমরানের গাওয়া ‘কথা দাও তুমি থাকবে পাশে’ গানটি। ‘রিদমিক কনা’ অ্যালবামের গানটি লিখেছেন জনি হক, সুর-সংগীত ইমরানের। এর ভিডিওটি তৈরি করেছেন নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। এটি তার প্রথম কাজ।  

নতুন মিউজিক ভিডিওটিতে মেহজাবিনের সঙ্গে থাকছেন ইরফান সাজ্জাদ। মেহজাবিন বললেন, ‘কয়েকদিন আগে গানটির কাজ করলাম। সুন্দর একটি গল্পে দেখা যাবে আমাকে। কাজটি করে ভালো লেগেছে। ’

বান্নাহ বলেছেন, ‘যে কোনো প্রথম কাজই অন্যরকম অনুভূতি জাগায়। মেহজাবিনের সঙ্গে নাটকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আমরা নতুন কিছু করার চেষ্টা করেছি। ’

পহেলা বৈশাখ উপলক্ষে সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে ‘কথা দাও তুমি থাকবে পাশে’ গানের ভিডিও।  

* ‘কেউ না জানুক’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।