ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বেগমজানের ভাষায় সেন্সরবোর্ডের আপত্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
বেগমজানের ভাষায় সেন্সরবোর্ডের আপত্তি ‘বেগমজান’ ছবির দৃশ্যে বিদ্যা বালান

‘আপত্তিকর’ কিছু শব্দ ব্যবহার করেছেন বিদ্যা বালান। বাস্তবে নয়, জনপ্রিয় এই অভিনেত্রী ‘বেগমজান’ ছবিতে নিজের চরিত্র ফুটিয়ে তুলতেই এমনটি করেছেন। আর তাতেই অাপত্তি জানিয়েছে ভারতের সেন্সরবোর্ড ।

বাঙালি নির্মাতা সৃজিত মুখার্জির ‘বেগমজান’-এর ওপর কাঁচি চালিয়েছে ভারতীয় সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। তাও আবার একবার বা দু’বার নয়, বারোবার কাঁচি চালোনো হয়েছে।

এ প্রসঙ্গে সেন্সরবোর্ডের একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘ছবিতে বাসের মধ্যে একটি দৃশ্য রয়েছে যার ওপর কাঁচি চালিয়েছে সেন্সরবোর্ড। এ ছাড়া ছবিতে ব্যবহৃত বেশ কয়েকটি আপত্তিকর শব্দও বাদ দেওয়া হয়েছে। ’

ওই সূত্র আরও জানান, “বেগম জান’-এ পতিতালয়ের ম্যাডাম চরিত্রে বিদ্যা খুব বেশি অশালীন শব্দ ব্যবহার করেছেন। যেখানে শর্মিলা ঠাঁকুর ‘মাসুম’ ছবিতে পতিতা চরিত্রে এবং শাবানা আজমী ‘মান্দি’ ছবিতে পতিতালয়ের ম্যাডাল চরিত্রে অভিনয় করেও সেসব শব্দ এড়িয়ে গেছেন। ”

সৃজিত মুখার্জির ‘রাজকাহিনি’র হিন্দি সংস্করণ ‘বেগমজান’। এতে পতিতালয়ের ম্যাডাম চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘বেগমজান’। ছবিতে বিদ্যার পাশাপাশি আরও রয়েছেন নাসিরুদ্দিন শাহ, গওহর খান, ইলা অরুণ, পল্লবী শারদা ও রাজেশ শর্মা।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।