ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মঞ্চ তৈরি, এলেন শ্রেয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
মঞ্চ তৈরি, এলেন শ্রেয়া ঢাকায় আসার পর শ্রেয়া ঘোষাল (ছবি: সংগৃহীত)

মঞ্চ তৈরি, বিমানে উড়ে এলেন শিল্পী। সন্ধ্যায় বসবে গানের আসর। ঢাকায় এসেছেন উপমহাদেশের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। এর আগেও একাধিকবার ঢাকা-চট্টগ্রামের শ্রোতাদের সুরের তালে ভাসিয়েছেন তিনি।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এই শিল্পী। ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সন্ধ্যায় শুরু হবে ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’।

এর আয়োজন করেছে এটিএন ইভেন্টস।

আয়োজকরা জানান, গুলশানের একটি পাঁচতারা হোটেলে উঠেছেন শ্রেয়া। অনুষ্ঠানের মিডিয়া বিভাগের কর্মকর্তা আফরিদ হাসান বাংলানিউজকে জানান, রাত আটটার পর মঞ্চে উঠবেন শ্রেয়া। গাইবেন টানা দুই ঘণ্টা। হিন্দি গানের পাশাপাশি শোনাবেন বাংলা গানও।

‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আমব্রিন। এতে আরও গান করবেন কলকাতার কিঞ্জল চট্টোপাধ্যায়। বাংলাদেশের শিল্পীদের মধ্যে আছেন মিফতাহ জামান, পিন্টু ঘোষ ও আনিকা ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।