ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

খালি গায়ে সালমান, পাশে লুলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
খালি গায়ে সালমান, পাশে লুলিয়া ছবি: সংগৃহীত

সালমান খানের ছোট বোন অর্পিতা খান শর্মার ছেলে আহিল শর্মার প্রথম জন্মদিন উপলক্ষে মালদ্বীপে গিয়েছে পুরো খান পরিবার। ভাগ্নের জন্মদিন বিশেষ করে তোলার জন্য ২২ ঘণ্টা ভ্রমণ করে অস্ট্রিয়া থেকে মালদ্বীপ গিয়েছেন সল্লু।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খান পরিবারের মালদ্বীপ ভ্রমণের কয়েকটি স্থিরচিত্র প্রকাশ হয়েছে। এর একটিতে দেখা যাচ্ছে, প্রাক্তন দম্পতি আরবাজ খান-মালাইকা আরোরা, সোহেল খান-সীমা খান দম্পতি, অর্পিতা খান শর্মা-আয়ুশ শর্মা দম্পতি, আলভিরা খান-অতুল অগ্নিহোত্রী দম্পত্তির সঙ্গে খালি গায়ে (শার্টলেস) দাঁড়িয়ে আছেন সালমান খান।

পাশেই সালমানের প্রেমিকা লুলিয়া ভানটুর।

কবির খান পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির দৃশ্যধারণের জন্য অস্ট্রিয়ায় ছিলেন সালমান খান। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সালমানের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। এছাড়া সালমানের বোন জামাই অতুল অগ্নিহোত্রীর একটি ছবির মাধ্যমে আবারও জুটি বাঁধবেন সালমান-ক্যাট।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।