ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আগস্টে বিয়ে করছেন সেলেনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আগস্টে বিয়ে করছেন সেলেনা! সেলেনা গোমেজ (ছবি: সংগৃহীত)

কানাডিয়ান সয়গীতশিল্পী দ্য উইকেন্ডের মন দেওয়া-নেওয়া চলছে সেলেনা গোমেজ। শোনা যাচ্ছে, তার সঙ্গে না-কি বিয়ের পরিকল্পনাও করে ফেলেছেন সেলেনা। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউ।

সম্প্রতি ইনটাচ ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ‘আগস্টে দ্য উইকেন্ডের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করেছেন সেলেনা। ‘স্টারবয়: লিজেন্ড অব দ্য ফল ২০১৭ ওয়ার্ল্ড ট্যুর’ শেষ হওয়ার পর বিয়ে করবেন তিনি।

এমনকি বিয়েতে কোন পোশাক পরবেন তাও না-কি ঠিক করেছেন ২৪ বছর বয়সী এই গায়িকা। ’

ওই ম্যাগাজিনে আরও জানানো হয়, সেলেনার দাবি দ্য উইকেন্ডের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। এ কারণে তাকেই বিয়ে করবেন মার্কিন এই গায়িকা।

দ্য উইকেন্ডের আগে কানাডিয়ান সংগীতশিল্পী জাস্টিন বিবারের সঙ্গে প্রেম করেছেন সেলেনা গোমেজ।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।