ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছবিতে কাজ করার পরিকল্পনা করছেন শহিদপত্নি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
ছবিতে কাজ করার পরিকল্পনা করছেন শহিদপত্নি! শহিদ কাপুর ও মীরা রাজপুত (ছবি: সংগৃহীত)

তারকাপত্নি হওয়ার সুবাদে গত দু’বছরে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন শহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। এমনকি এ বছর হল অব ফেম অ্যাওয়ার্ডে সেরা স্টাইলিশ জুটির পুরস্কার ঘরে তুলেছেন শহিদ-মীরা দম্পতি।

কিছুদিন আগে করণ জোহর সঞ্চালিত অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ হাজির হওয়ার মধ্য দিয়ে ছোটপর্দায় অভিষেক হয়েছে মীরার। শোনা যাচ্ছে, খুব শিগগিরই না-কি বলিউডে পা রাখতে যাচ্ছেন শহিদপত্নি।

যেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন শহিদ কাপুর নিজেই। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি কেউ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে মীরার কাজ প্রসঙ্গে শহিদ জানান, ‘আমরা দু’জন একসঙ্গে অভিনয়ের জন্য অনেক ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু মীরা এর মধ্যে কোনোটি পছন্দ করেনি। ’

একসঙ্গে ছবি করার পরিকল্পনা রয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে ৩৬ বছর বয়সী এই অভিনেতা বললেন, ‘এ বিষয়ে মীরা এখনও আমকে কিছু জানায়নি। তাছাড়া আমার মনে হয় না এমন কিছুর পরিকল্পনা রয়েছে ওর। ’
 
সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতি’ ছবির দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত শহিদ কাপুর। এতে তার সহশিল্পী রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।