ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গোলমালে সঞ্জয়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
গোলমালে সঞ্জয়! গোলমাল ফোর’ ছবির অভিনেতা ও পরিচালকের মাঝে সঞ্জয় (ছবি: সংগৃহীত)

‘গোলমাল’-এর চতুর্থ কিস্তি ‘গোলমাল ফোর’ নিয়ে খুব শিগগিরই রূপালি পর্দায় হাজির হবেন পরিচালক রোহিত শেঠি। ইতিমধ্যে শুরু হয়ে গেছে এর দৃশ্যধারণ। এতে অভিনয় করছেন অজয় দেবগন, টাবু, আরশাদ ওয়ারসি, পরিণীতি চোপড়া, তুষার কাপুর, কুনাল খেমু ও শ্রেয়াস ত্রিপাঠি।

সম্প্রতি ‘গোলমাল ফোর’-এর সেটে হাজির হয়েছিলেন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত। সেখানে গিয়ে ছবির পরিচালক ও অভিনেতাদের সঙ্গে ছবি তুলেছেন তিনি।

যেখানে দেখা যাচ্ছে, সকলের মাঝে বসে আছেন সঞ্জয়। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে, হয়তো ছবিতে স্বল্প উপস্থিতির একটি চরিত্রে দেখা যাবে ‘মুন্না ভাই’খ্যাত এই তারকাকে।

‘গোলমাল ফোর’ ছবির সেটেএদিকে, ক’দিন আগে ছবির সেটে আরও দেখা গিয়েছিলো বলিউডের আরেক অভিনেতা রণবীর সিংয়কে। যার কয়েকটি স্থিরচিত্র অর্ন্তজাল দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে।

ওমাঙ কুমার প্রযোজিত ‘ভূমি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সঞ্জয় দত্ত। এতে তার মেয়ের চরিত্রে দেখা যাবে অদিতি রাও হায়দারিকে। সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবিতে কাজ করছেন রণবীর সিং। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।