ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লালন জুটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
লালন জুটি বিউটি ও সালমা (ছবি: সংগৃহীত)

লালন ও লোকগান গেয়ে খ্যাতি পেয়েছেন কণ্ঠশিল্পী বিউটি ও সালমা। গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থেকে উঠে আসা এই দুই শিল্পী মৌলিক গানেও পেয়েছেন শ্রোতাপ্রিয়তা। এবার তাদের কণ্ঠ পাওয়া যাবে এক গানে। এটি একটি লালন সংগীত।

বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর জন্য বিউটি ও সালমা একসঙ্গে গাইলেন। লালন সাঁইয়ের ‘করি মানা কাম ছাড়েনা’ গানটিতে নতুনভাবে গেয়েছেন তারা।

এর নতুন সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। আগামী ৭ এপ্রিল বিটিভির স্টুডিওতে গানটির ভিডিও ধারণ করা হবে।

আনজাম মাসুদের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় ‘পরিবর্তন’-এর নতুন পর্বটি প্রচার হবে ১৬ এপ্রিল রাত সাড়ে ১০টায়। সালমা ও বিউটির গানের পাশাপাশি এতে থাকবে অন্যান্য নিয়মিত আয়োজন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।