ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

খল চরিত্রে সালমান, প্রেমিকা ক্যাট!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
খল চরিত্রে সালমান, প্রেমিকা ক্যাট! সালমান খান ও ক্যাটরিনা কাইফ (ছবি: সংগৃহীত)

নিঃসন্দেহে এটি চলতি মৌসুমের অন্যতম বড় খবর। বলিউডের ব্লকবাস্টার ফ্রাঞ্চাইজির মধ্যে অন্যতম ‘ধুম’ আবার খবরের শিরোনামে। শোনা যাচ্ছে, ‘ধুম ৪’-এ খলচরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সালমান খান। সম্প্রতি বলিউড লাইফে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই নিশ্চিত করা হয়েছে। তবে সালমানের পক্ষ থেকে এখনও কোনো ঘোষণা দেওয়া হয়নি।

অনেকেরই জানা নেই, কয়েক বছর ধরেই ছবিটির নির্মাণ প্রক্রিয়া এগিয়ে চলছে। তবে এ ছবির সঙ্গে অনেকের নাম জড়ালেও কাউকেই এখনো চূড়ান্ত করা হয়নি।

সালমান খানও আছেন সেই তালিকায়। অবশ্য কয়েক মাস ধরে তাকে রাজি করানোর চেষ্টায় আছে যশরাজ ফিল্মস। ধারণা করা হচ্ছে, তিনি সম্মতিও জানিয়েছেন। আরও আশাব্যঞ্জক খবর হলো, এই সিরিজের চতুর্থ পর্বে তার সঙ্গে প্রেম করতে দেখা যেতে পারে ক্যাটরিনা কাইফকে।

ওই প্রতিবেদনে জানানো হয়, কবির খান পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফল্মস। সম্প্রতি অস্ট্রিয়াতে এর শুটিং করেছেন সালমান। আর সেখানেই সালমান-ক্যাটরিনার রসায়ন দেখে ‘ধুম ৪’-এ অভিনয়ের প্রস্তাব দেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।