ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রোমান্স হ্যাঁ, খুনোখুনি ‘না’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
রোমান্স হ্যাঁ, খুনোখুনি ‘না’ (ভিডিও) রনি (ছবি: সংগৃহীত)

ভালোবাসা চিরন্তন। শত প্রতিকূলতার মাঝেও বেঁচে থাকে ভালোবাসা। প্রেমের পথে ষড়যন্ত্র, হিংসা, সহিংসতা বা রক্ত কাম্য নয়, তবে এসব ঘটতে পারে। কিছু ভালোবাসা মাঝপথে থেমে যায়, তারপর হয়ে ওঠে ইতিহাস। এমনই গল্প তুলে ধরা হয়েছে নতুন একটি মিউজিক ভিডিওতে।

গান-ভিডিওর মিছিলে যুক্ত হলো ‘না’। তরুণ গায়ক রনির ‘না’ শিরোনামের মিউজিক ভিডিও এখন ইউটিউবে।

শুক্রবার (৩১ মার্চ) এটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

তার মন্তব্য, ‘ছবিটি (মিউজিক ভিডিও) দেখে আমি চমকে গেছি। একেবারে শ্বাসরুদ্ধকর ব্যাপার! ছবি মানে, এটা তো ছোট্ট একটা সিনেমাই। একে মিউজিক ভিডিও বলতে চাই না। এক কথায় অসাধারণ থ্রিলারধর্মী কাজ হয়েছে। রনির জন্য শুভকামনা। ’ 

‘না’ গানের ভিডিও প্রকাশ অনুষ্ঠান (ছবি: সংগৃহীত)এ সময় আরও  উপস্থিত ছিলেন গানটির কণ্ঠশিল্পী রনি, মডেল-চিত্রনায়িকা নাজিফা তুষি, মডেল ইফতেখার জায়েভ, সুরকার-গীতিকার সেতু চৌধুরী, নির্মাতা মুস্তাফি শিমুল, কণ্ঠশিল্পী নাহিদ মেহেদী, সিএমভির কর্ণধার এসকে সাহেদ প্রমুখ।  

কণ্ঠশিল্পী রনি বলেন, “না’-এর পেছনে দু’মাস অসংখ্য দিন-রাত নির্ঘুম কেটেছে। আমরা চেষ্টা করেছি চলমান অডিও –ভিডিওর ধারা থেকে বেরিয়ে আসতে। চেষ্টা ছিলো রক গানের মধ্য দিয়ে স্বল্পদৈর্ঘ্য থ্রিলার গল্প বলা”।

* উপভোগ করুন ‘না’ এর ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।