ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চার খানের চোখে কেমন কারিনা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
চার খানের চোখে কেমন কারিনা? চার খানের সঙ্গে কারিনা কাপুর খান

‘জি সিনে অ্যাওয়ার্ড ২০১৭’-এর মঞ্চ মাতাতে প্রস্তুত কারিনা কাপুর খান। ছেলে তৈমুর খানের জন্মের পর এই প্রথম কোনো স্টেজ শো করছেন কারিনা। কারিনা কাপুরই বলিউডের একমাত্র অভিনেত্রী যিনি চার তারকা খান আমির খান, শাহরুখ খান, সালমান খান ও সাইফ আলি খানের বিপরীতে অভিনয় করেছেন। এই নায়কদের সম্মানেই শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যায় নাচবেন বেবো (কারিনার ডাকনাম)। এ কারণে প্রিয় অভিনেত্রীকে পৃথক শুভেচ্ছাও জানিয়েছেন চার খান।

মঞ্চ মাতানোর আগে কারিনার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলিউডের চার খান। সালমান খান বলেছেন, ‘আমার সঙ্গে যখন ওর প্রথম দেখা হয়েছিলো তখন ওর বয়স ছিলো মাত্র ৯ বছর।

এবং আমি জানতাম তিনি একদিন বড় তারকা হবেন। ’

একইভাবে কারিনাকে শুভেচ্ছা জানিয়ে শাহরুখ খান বলেছেন, “ওর সৌন্দর্য ও দুষ্টুমি দেখে আমি শুধু একটি কথাই বলতে পারি- ‘ছাম্মাক ছাল্লো’। ” এদিকে, আমির খান লিখেছেন, ‘ওর সঙ্গে কাজ করার আনন্দটাই আলাদা। ’

অন্যদিকে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ স্বামী সাইফ আলি খান বলেছেন, ‘আবার স্টেজে ফিরে আসায় তোমাকে নিয়ে গর্বিত আমি। শুভকামনা রইলো তোমার জন্য। ’

নিজের পরিবেশনা নিয়ে কারিনা বলেন, ‘আবার স্টেজে ফিরতে পেরে খুব ভালো লাগছে। এ ছাড়া এটি আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা। এই অনুষ্ঠানের অংশ হতে পেরে নিজেকে বিশেষ কেউ মনে হচ্ছে। আশা করছি দর্শকরা আমার পরিবেশনা পছন্দ করবেন। ’

অনুষ্ঠানে কারিনার পাশাপাশি আরও দেখা যাবে সালমান খান, রাভিনা ট্যান্ডন, গোবিন্দ, বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটকে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।