ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে তাপসীর প্রেম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে তাপসীর প্রেম মাথিয়াস বোয়ি ও তাপসী পান্নু (ছবি: সংগৃহীত)

বক্স অফিসে ভালো ব্যবসা করছে তাপসী পান্নু অভিনীত ‘নাম শাবানা’ ছবিটি। শুক্রবার (৩১ মার্চ) প্রেক্ষাগৃহে ‍মুক্তি পেয়েছে এটি। আর এরই মধ্যে শোনা গেলো নতুন একটি খবর, ব্যাডমিন্টন খেলোয়ার মাথিয়াস বোয়ির সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে বলিউডের এই অভিনেত্রীর।

সম্প্রতি ইন্ডিয়া টুডেতে দেওয়া এক সাক্ষাৎকারে ‘পিঙ্ক’খ্যাত এই তারকা জানান, অলিম্পিকে রৌপ্য জয়ী মাথিয়াস বোয়ির সঙ্গে প্রেম করছেন তিনি।

মাথিয়াসের নাম উল্লেখ না করে প্রেম নিয়ে তাপসী আরও বলেন, ‘ব্যক্তিগত জীবনে আমি অনেক ভালো একটি সময়ের মধ্যে রয়েছি।

কিন্তু মিডিয়ার সামনে এ প্রসঙ্গ নিয়ে কোনো আলোচনা করতে চাই না। কারণ আপনারাই তখন আমার কাজের থেকে বেশি সেটি নিয়ে সমালোচনা শুরু করবেন। যা আমি কখনও চাই না। ’     

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।