ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানকে জড়িয়ে ধরলেন লুলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
সালমানকে জড়িয়ে ধরলেন লুলিয়া ছবি: সংগৃহীত

সালমান খানের ছোট বোন অর্পিতা খান শর্মার ছেলে আহিল শর্মার প্রথম জন্মদিন পালনের জন্য মালদ্বীপে গিয়েছে পুরো খান পরিবার। যেখানে রয়েছে সালমানের প্রেমিকা লুলিয়া ভানটুরও। এরই মধ্যে খান পরিবারের মালদ্বীপ ভ্রমণের বেশ কয়েকটি স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

তবে মজার ব্যাপার হলো, সম্প্রতি অর্ন্তজাল দুনিয়ায় এমন কয়েকটি স্থিরচিত্র ও একটি ভিডিও ফাঁস হয়েছে যা দেখে অবাক সল্লুর ভক্তরা। যেখানে দেখা যাচ্ছে, অর্পিতার স্বামী আয়ুশ শর্মা খান পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আড্ডা দিচ্ছেন আর তার পাশে বসে সালমানকে হঠাৎ করে জড়িয়ে ধরেছেন লুলিয়া।

ছবি ও ভিডিওগুলো দেখে অনেকেই মনে করছেন, এবার হয়তো নিজেদের প্রেমের কথা স্বীকার করে নেবেন সালমান-লুলিয়া।

গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে, সালমান খান ও লুলিয়া ভানটুরের প্রেমের গুঞ্জন। শুধু প্রেম নয়, তাদের বাগদান সম্পন্ন হয়ে যাওয়ার খবরও রটেছিলো। কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি কেউ।

সালমানকে জড়িয়ে ধরার ভিডিও

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।