ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নায়করাও এখন অভিনেতা হচ্ছেন: বাবু

সোমেশ্বর অলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
নায়করাও এখন অভিনেতা হচ্ছেন: বাবু ফজলুর রহমান বাবু (ছবি: সংগৃহীত)

ডাকসাইটে অভিনেতা হিসেবে খ্যাত ফজলুর রহমান বাবু। নাটক-চলচ্চিত্রে অপ্রতিদ্বন্দ্বী তিনি। গানেও স্বতন্ত্র। এ সপ্তাহে মুক্তি পেলো বাবুর নতুন ছবি। নাম ভূমিকায় আছেন তিনি। ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ নিয়ে আশাবাদী তিনি।
 

রোববার (২ এপ্রিল) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে বাবু বলেন, ‘দু’ একজন ফোন করে বলেছেন ছবিটি দেখে তাদের ভালো লেগেছে। মাত্র তো দু’দিন গেলো, আশা করি আরও বেশি দর্শকের কাছে যাবে ছবিটি।

একইদিনে (৩১ মার্চ) বাবুর ছবির সঙ্গে দুই সময়ের দুই নায়ক ইলিয়াস কাঞ্চন ও বাপ্পির (হঠাৎ দেখা ও সুলতানা বিবিয়ানা) পৃথক ছবি মুক্তি পেয়েছে। এ প্রসঙ্গে বাবু বললেন, ‘আমি তো নায়ক নই, অভিনেতা। এটা বেশ ইতিবাচক ঘটনা। ভিন্ন রুচির ছবিগুলো দর্শক দেখতে পাচ্ছেন। পোশাকি ছবির বাইরে জীবন ঘনিষ্ট ছবিগুলোও যে দর্শক টানছে এটা তারই প্রমাণ। আমাদের দর্শকদের রুচির পরিবর্তন হচ্ছে। ’

উদাহরণ টেনে বাবু আরও বলেন, ‘বিশ্বজুড়েই নায়করা এখন অভিনেতা হচ্ছেন, হওয়ার চেষ্টা করছেন। এটাও ভালো দিক। আমির খানকেই দেখুন। পোশাকি ছবির নায়ক হয়েও তিনি কীভাবে চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙছেন। আমাদের এখানেও এই ট্রেন্ড শুরু হয়েছে। বিষয়টিকে আমি খুব ভালোভাবে দেখছি। ’

ফজলুর রহমান বাবু ‘অজ্ঞাতনামা’ ছবিটির উদাহরণ টেনে জানান, এটি হলে বেশি সংখ্যক দর্শক টানতে না পারলেও সর্বমহলে প্রশংসিত হয়েছে। এর অর্থ দর্শক গ্লামার, নাচ, গান এসবের বাইরের ছবি দেখতে চায়। বাবু ‘আয়নাবাজি’র প্রসঙ্গেও একই কথা জানালেন।

বাবু আরেকটি বিষয় উল্লেখ করে বলেন, ‘মিডিয়ার (নাটক) নির্মাতারা এখন চলচ্চিত্রে ভালো করছেন। তাদের অংশগ্রহণও বেড়েছে। একইদিনে দু’জন নাট্য পরিচালকের মিজানুর রহমান লাবু (নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার) ও হিমেল আশরাফের (সুলতানা বিবিয়ানা)  ছবি মুক্তির ঘটনাও বেশ ইতিবাচক। ’

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।