ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘করণ আমার বাবার মতো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
‘করণ আমার বাবার মতো’ করণ জোহর ও আলিয়া ভাট (ছবি: সংগৃহীত)

টানা চারটি হিট ছবির সাফল্য উদযাপন করছেন এ প্রজন্মের অভিনেত্রী আলিয়া ভাট। বলিউডের খুব তারকাই এমন উপভোগ্য সময়ের দেখা পান। গত বছর ‘কাপুর অ্যান্ড সানস’, ‘উড়তা পাঞ্জাব’ ও ‘ডিয়ার জিন্দেগি’র পর এ বছর তার অভিনীত ‘বাদ্রিনাথ কি দুলহানিয়া’ ব্যবসায়িক সাফল্য পেয়েছে।

লক্ষণীয় বিষয় হলো, আলিয়ার টানা চারটি হিট ছবির তিনটিরই (উড়তা পাঞ্জাব ব্যতিত) প্রযোজক করণ জোহর। তার হাত ধরেই ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন মহেশ ভাটের কন্যা।

এরপর করণের প্রযোজনায় উল্লিখিত তিনটি ছবি ছাড়াও ‘টু স্টেটস’, ‘শানদার’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’য় অভিনয় করেন তিনি। এ ছাড়া করণের পরিচালনায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ অতিথি শিল্পী হিসেবে দেখা গেছে তাকে।

আলিয়ার ক্যারিয়ারের সাফল্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে করণ জোহরের নাম। সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ২৪ বছর বয়সী এই তারকা বলেন, ‘করণ আমার বাবার মতো। ’

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।