ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মেঘলা কার ‘বেবি’?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
মেঘলা কার ‘বেবি’? নাচছেন মেঘলা (মাঝে) ও সহশিল্পীরা, ছবি: রাজীন চৌধুরী

‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিটি দিয়ে আলোচনায় আসেন মেঘলা। এর আগ পর্যন্ত ছিলেন র‌্যাম্প মডেল। এর মধ্যে চলচ্চিত্রেও বেড়েছে ব্যস্ততা। এবার বলয় ভাঙছেন মেঘলা।

‘বেবি’ তকমা পেতে যাচ্ছেন তিনি। নায়িকা হয়ে নয়, এবার আইটেম নাম্বার নিয়ে হাজির হচ্ছেন তিনি।

‘বেবি বেবি’ শিরোনামের একটি গানে নাচতে দেখা যাবে এই সুন্দরীকে। এফডিসির চার নম্বর ফ্লোরে গানটির চিত্রায়ণে অংশ নিচ্ছেন মেঘলা।

নাচছেন মেঘলা ও সহশিল্পীরা (ছবি: বাংলানিউজ)মিম ‘পাষাণ’ ছবির নায়িকা। এরই আইটেম নাম্বারে মেঘলার সঙ্গে নাচবেন মিমের নায়ক কলকাতার ওম। ছবিটির নির্মাতা সৈকত নাসির বাংলানিউজকে জানান, ২ এপ্রিল থেকে মেঘলা আর ওম (কলকাতার নায়ক) ‘বেবি বেবি’ শিরোনামের গানটির শুটিংয়ে অংশ নিচ্ছেন। এটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, গেয়েছেন লেমিস।  

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসও   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।