ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুই সময়ের তিন আশিকি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
দুই সময়ের তিন আশিকি আদিত্য রয় কাপুর, শ্রদ্ধা কাপুর ও অনু আগারওয়াল (ছবি: সংগৃহীত)

দেখা হয়ে গেলো ‘অাশিকি’খ্যাত তিন তারকার। দুই সময়ের এই শিল্পীরা মেতেছিলেন আনন্দ আড্ডায়। বলিউডের আলোচিত দুই ছবি ‘আশিকি’ ও ‘আশিকি টু’-এর চার নায়ক-নায়িকার মধ্যে তিনজন উপস্থিত ছিলেন একটি অনুষ্ঠানে।

৩০ বছর পূর্ণ করলো বলিউডের জনপ্রিয় প্রযোজক মহেশ ভাটের প্রতিষ্ঠান ‘বিশেষ ফিল্মস’। আর এ দিনটিকে বিশেষভাবে উদযাপন করলেন ‘আশিকি’খ্যাত এই প্রযোজক।

আয়োজনে হাজির ছিলেন আশিকির দুই পর্বের অভিনেত্রী অনু আগারওয়াল, শ্রদ্ধা কাপুর ও অভিনেতা আদিত্য রয় কাপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সালমান খানের বাবা চিত্রনাট্যকার সেলিম খান।

‘আশিকি’ ও ‘আশিকি টু’ ছবি দুটি প্রযোজক মহেশ ভাটের জীবনে বিশেষ একটি জায়গা দখল করে রয়েছে। এমনকি ছবি দু’টির গান কখনও ভোলার মতো নয়। কেননা আইকনিক গানগুলোর তালিকায় জায়গা করে রয়েছে সেগুলো।

শ্রদ্ধা কাপুর ও অনু আগারওয়াল (ছবি: সংগৃহীত)শুধু অনু, আদিত্য শ্রদ্ধা নন, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আশিকি’র পার্শ্ব অভিনেতা দীপক তিজোরি। যিনি ছবিটিতে নায়কের ঘনিষ্ঠ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। তবে এই আয়োজনে দেখা যায়নি ‘আশিকি’খ্যাত তারকা রাহুল রয়কে।

‘আশিকি’তে অভিনয় করে তারকাখ্যাতি অর্জন করা অনু ১৯৯৯ সালে লাইমলাইট থেকে দূরে সরে দাঁড়ান। সে সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। বর্তমানে বিহারে থাকেন ও যোগা প্রশিক্ষণ দেন অনু।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।