ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্থিরচিত্রে জাতীয় চলচ্চিত্র দিবস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
স্থিরচিত্রে জাতীয় চলচ্চিত্র দিবস চলচ্চিত্র দিবসে হাস্যোজ্জ্বল ওমর সানী, নায়করাজ রাজ্জাক ও অমিত হাসান, ছবি-রাজীন চৌধুরী

কথা ছিলো দেশীয় চলচ্চিত্র শিল্পীদের মিলনমেলায় পরিনত হবে এফডিসি। কিন্তু বিকেল অবধি তেমন ঘটলো না। সিনিয়র কয়েকজন তারকাদের উপস্থিতিতে হলো উদ্বোধনী অনুষ্ঠান। এতে এ সময়ের শিল্পীদের তেমন কেউ ছিলেন না।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম‘আমাদের চলচ্চিত্রকে ভালোবাসুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’— স্লোগান নিয়ে সোমবার (৩ এপ্রিল)  বরাবরের মতো তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় চলচ্চিত্র দিবসের আয়োজন করে এফডিসি।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমসকাল সাড়ে ১০টায় এফডিসি চত্বরে চলচ্চিত্র দিবসের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিশেষ অতিথি ছিলেন সাংসদ একেএম রহমত উল্লাহ, সুকুমার রঞ্জন ঘোষ, তথ্য মন্ত্রণালয়ের সচিব মুরতুজা আহমেদ। আরও ছিলেন নায়করাজ রাজ্জাক, অভিনেতা হাসান ইমাম, ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমউদ্বোধনী অনুষ্ঠানের পর শোভাযাত্রায় অংশ নেন চলচ্চিত্র জগতের কলাকুশলীরা। চলচ্চিত্র দিবসে অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা, সেমিনার, স্মরণিকা প্রকাশ, লাইভ টক শো, লাল গালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও সাংস্কৃতিক পরিবেশনা।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমবাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।