ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিব শুধু পোস্টারেই!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
 শাকিব শুধু পোস্টারেই! ছবি: বাংলানিউজ

জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে সোমবার (৩ এপ্রিল) নানা আয়োজনে সেজেছে এফডিসি। নতুন-পুরনো অনেক চলচ্চিত্রশিল্পী এসেছেন প্রিয়প্রাঙ্গন এফডিসিতে। তবে এ সময়ে জনপ্রিয় চিত্রনায়ক ও নায়িকাদের উপস্থিতি একটু কমই। 

কিংখান শাকিব খান এখন দেশের বাইরে। এরপরও তিনি কীভাবে হাজির আছেন এফডিসিতে? সত্যি বলতে, শাকিব কেবল পোস্টারেই শোভা পাচ্ছেন।

 

চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে স্বশরীরে না থাকলেও শাকিবের উপস্থিতি ঠিকই আছে। বিশেষ এই দিনে এফডিসিতে প্রকাশ করা হলো শাকিব খান অভিনীত ‘রাজনীতি’ ছবির প্রথম পোস্টার। পোস্টার উন্মোচন করেন নায়করাজ রাজ্জাক। এ সময় তিনি ছবিটির জন্য শুভ কামনা করেন।

পোস্টারটিতে সুপারস্টার শাকিব খানকে পুরান ঢাকার বনেদী রাজনীতিবিদ হিসেবে হাত উঁচিয়ে জনগণকে শুভেচ্ছা জানাতে দেখা যাচ্ছে। কিছুদিনের মধ্যে মুক্তি পেতে পারে আলোচিত এই ছবিটি। আঁড়ালে থাকা অপু বিশ্বাস এই ছবির মধ্য দিয়ে আবার চলচ্চিত্রে ফিরবেন এমনটাই মনে করা হচ্ছে।  

‘রাজনীতি’ চলচ্চিত্রের পোস্টার, ছবি: রাজীন চৌধুরী‘রাজনীতি’তে শাকিব-অপুর পাশাপাশি আরও আছেন আনিসুর রহমান মিলন, অমিত হাসান, আলী রাজ, সাদেক বাচ্চু, ডি জে সোহেল, সাবেরী আলম, রেবেকা, শম্পা রেজা, দেবাশীষ বিশ্বাস, সিবা শানু, সুব্রত প্রমুখ। পলিটিক্যাল থ্রিলারধর্মী ‘রাজনীতি’ পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস।  

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।