ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিশ্বের দ্বিতীয় সুন্দরী প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
বিশ্বের দ্বিতীয় সুন্দরী প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: সংগৃহীত)

আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের সুবাদে পিপল’স চয়েস অ্যাওয়ার্ড জেতা থেকে শুরু করে কয়েকটি আন্তর্জাতিক খেতাব যুক্ত হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নামের সঙ্গে। একের পর এক সাফল্যের পথে তিনি যেন অপ্রতিরোধ্য! এবার এই সুন্দরীর ঝুলিতে যোগ হলো আরেকটি অর্জন। বিশ্বের দ্বিতীয় সুন্দরী নির্বাচিত হয়েছেন তিনি।

বিশ্বের শ্রেষ্ঠ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে হটিয়ে দ্বিতীয় সেরা সুন্দরীর শিরোপা পেলেন প্রিয়াঙ্কা। সম্প্রতি লস অ্যাঞ্জেলসের একটি ফটো জার্নাল এবং ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক বাজনেট ২০১৭ সালের সেরা সুন্দরীদের নাম প্রকাশ করেছে।

যেখানে বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরীর শিরোপা পেয়েছেন গায়িকা বিয়ন্সে। তার পরের নামটিই বলিউডের এই অভিনেত্রীর।

 প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: সংগৃহীত)এদিকে, টুইটারে এই জয়ের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন ৩৪ বছর বয়সী প্রিয়াঙ্কা।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মডেল এবং ভিক্টোরিয়া সিক্রেট অ্যাঞ্জেল টেলর হিল। তারপর চতুর্থ স্থানে রয়েছেন এমা ওয়াটসন, ডাকোটা জোহানসন পঞ্চম এবং হিলারি ক্লিন্টন হয়েছেন ষষ্ঠ। ভোটের বিচারে অ্যাঞ্জেলিনা জোলি রয়েছেন অষ্টম স্থানে, অস্কারজয়ী এমা স্টোন হয়েছেন দ্বাদশ। মিশেল ওবামা এই তালিকায় রয়েছেন ২১ নম্বরে।

এই তালিকায় আরও রয়েছেন ওয়ান্ডার ওম্যান স্টার গাল গ্যাডট, অপরা উইনফ্রে, নাওমি ক্যাম্পবেল, অ্যালিসিয়া ভিকান্দার, মার্গট রোবি এবং ‘বেওয়াচ’-এ প্রিয়াঙ্কার সহ-অভিনেত্রী অ্যালেক্সান্দ্রা ড্যাডারিও।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।