ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তিন কন্যার বৈশাখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
তিন কন্যার বৈশাখ বিউটি, সালমা ও ঐশী (ছবি: সংগৃহীত)

লোক ধাঁচের গান গেয়ে নিজস্বতা প্রমাণ করেছেন তারা। বৈশাখে একাধিক অ্যালবামে পাওয়া যাবে তিন কন্যা বিউটি, সালমা ও ঐশীর গান। একই অ্যালবামেও পরপর শোনা যাবে তাদের কণ্ঠ।

অ্যালবামের নাম ‘আনন্দের গান ৪’। প্রকাশ করবে সংগীতা।

তারেক আনন্দের কথায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বিউটি, সালমা ও ঐশী। গানের শিরোনাম ‘প্রেমসাধনা’, ‘সুখের বাত্তি’ ও ‘জীবনচাকা’। সব গানের সুর সংগীত করেছেন সজীব দাস।

নিজের গান নিয়ে বিউটি বলেছেন, ‘আমার কণ্ঠে যে ঢঙ্গের গান শুনতে চান ঠিক সেরকমই হয়েছে গানটি। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে। ’

সালমা বলেন, ‘গানটি গেয়ে অনেক ভালো লেগেছে। শ্রোতাদেরও মন ভরবে। ’

ঐশী বললেন, ‘আমার গানের কথা, সুর ও সংগীত এক কথায় অসাধারণ। আমি আমার সর্বোচ্চ দিয়ে গেয়েছি। ’

সুরকার ও সংগীত পরিচালক সজীব দাস জানান, এর আগে ফোক গান নিয়ে তেমন কাজ করেননি তিনি। সব মিলিয়ে তার চেষ্টা বৃথা যাবে না, এমনটাই মনে করেন সজীব।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।