ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিব খান প্রিমিয়ারে যান?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
শাকিব খান প্রিমিয়ারে যান? শাকিব খান, ছবি: সংগৃহীত

দেশীয় চলচ্চিত্রের নাম্বার ওয়ান তারকা শাকিব খান প্রিমিয়ার শো অনুষ্ঠানে বসে নিজের ছবি দেখছেন— এমন দৃশ্যের সঙ্গে পরিচিত নন সংবাদকর্মীরা। অতীত ইতিহাসও এমনটি বলে না। কারণ কিং খানের ছবির প্রিমিয়ার হওয়ার রেকর্ডও তেমন নেই। 

নতুন একটি ছবির উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত থাকবেন শাকিব— ক’দিন ধরে এমন খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে। মঙ্গলবার (৪ এপ্রিল) সেই দিন।

বিকেলে জানা গেলো সন্ধ্যায় ‘সত্তা’র উদ্বোধনী প্রদর্শনীতে থাকছেন না শাকিব খান। কিছুদিন ধরে ভারতে শুটিংয়ে ব্যস্ত এই নায়ক। শেষমেষ আকস্মিকভাবে প্রিমিয়ারে শাকিব হাজির হলে ঘটবে ‘অবাক করা’ ব্যাপার।  

‘সত্তা’র দৃশ্যে পাওলি দাম ও শাকিব খানএতো ছবির ভিড়ে শাকিব খানের একটি ছবিরই প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছিলো অতীতে, ২০১৩ সালে! প্রয়াত চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’-এর সেই আয়োজনে শাকিব উপস্থিত ছিলেন কি-না সে খবরও এখন বিস্মৃত!

হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’র নায়িকা পাওলি দামও থাকছেন না প্রিমিয়ারে। নায়ক-নায়িকার উপস্থিতি ছাড়াই ঝলমলে প্রিমিয়ার শো শেষে ৭ এপ্রিল অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল  ০৪, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।