ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কলকাতার ছবিতে ইমরানের প্রথম গান (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
কলকাতার ছবিতে ইমরানের প্রথম গান (ভিডিও) ইমরান, ছবি: সংগৃহীত

কলকাতার একাধিক ছবির গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান। এ নিয়ে খবরও বেরিয়েছে একাধিকবার। এবার ইমরানের গাওয়া সেই গান পাওয়া গেলো ইউটিউবে।

‘মন শুধু তোকে চায়’ নামে একটি ছবির জন্য গেয়েছেন ইমরান। ‘বলবো তোকে কী করে’ শিরোনামের গানটির সুর-সংগীত করেছেন শ্রী প্রীতম ও আয়ুশ।

ইমরানের সঙ্গে গেয়েছেন কলকাতার নবাগতা এক গায়িকা।  

বাংলানিউজের সঙ্গে আলাপে ইমরান বললেন, ‘এটিই প্রথম নয়। এর আগেও কলকাতার ছবিতে গেয়েছি। তবে রিলিজের দিক দিয়ে সম্ভবত এটিই প্রথম।

দেশের ছবিতে ইমরানের গান জনপ্রিয় নায়কদের লিপে ব্যবহার করা হয়। এর মধ্যে অন্যতম হলেন শাকিব খান, আরিফিন শুভ, বাপ্পী প্রমুখ। কিন্তু কলকাতার এই ছবিটির নায়ক নবাগত। নায়িকাও পরিচিত কেউ নন। নায়ক-নায়িকা হলেন রোহান ও শর্মিষ্ঠা। সুব্রত হালদার পরিচালিত ‘মন শুধু তোকে চায়’ ছবিটির মুক্তির ব্যাপারে সঠিক তথ্য পাওয়া যায়নি।  

* ‘বলবো তোকে কী করে’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।