ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আইপিএল মাতাবেন অ্যামি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
আইপিএল মাতাবেন অ্যামি অ্যামি জ্যাকসন (ছবি: সংগৃহীত)

এ বছরের সবচেয়ে বড় বাজেটের ছবি ‘০.২’ নিয়ে খুব শিগগিরই রূপালি পর্দায় হাজির হবেন অ্যামি জ্যাকসন। এতে তার সহশিল্পী দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত ও বলিউডের অক্ষয় কুমার। এবার শোনা যাচ্ছে আইপিএল’র (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) উদ্বোধনী অনুষ্ঠানে নাচবেন অ্যামি।

তবে উদ্বোধনী অনুষ্ঠানে অ্যামির সঙ্গে কে থাকছেন তা এখনও জানা যায়নি। অনুষ্ঠানে ‘লেটস নাচো’, ‘কর গায়ি চুল’, ‘তাম্মা তাম্মা’ ও ‘কালা চশমা’ গানের তালে নাচবেন ব্রিটিশ এই মডেল।

সবশেষ ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফ্রিকে আলি’ ছবিতে দেখা গেছে ২৫ বছর বয়সী অ্যামিকে। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী ও আরবাজ খান।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।