ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শুরু হলো রানীর ‘হিচকি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
শুরু হলো রানীর ‘হিচকি’ রানী মুখার্জি (ছবি: সংগৃহীত)

শুরু হলো যশরাজ ফিল্মস প্রযোজিত ‘হিচকি’ ছবির দৃশ্যধারণ। মেয়ে আদিরার জন্মের পর এই ছবির মধ্য দিয়ে আবার রূপালি পর্দায় ফিরে আসছেন রানী মুখার্জি।

মঙ্গলবার (৪ এপ্রিল) টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন রানী। যেখানে দেখা যাচ্ছে, একটি ব্ল্যাকবোর্ডে তিনি লিখছেন, ‘স্টার্ট শুটিং টুডে’ (আজ থেকে দৃশ্যধারণ শুরু)।

গত মাসে নিজের জন্মদিনে ফেসবুকে যশরাজ ফিল্মসের অ্যাকাউন্ট থেকে লাইভে ভক্তদের সঙ্গে কথোপকথনের সময় ‘হিচকি’র নাম ঘোষণা করেছিলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’খ্যাত এই তারকা। এ সময় তিনি বলেছিলেন, ‘আশা করছি, ভালো অভিনয় করে আপনাদের খুশি করতে পারবো। ’

সবশেষ ২০১৪ সালে ‘মারদানি’ ছবিতে দেখা গিয়েছিলো বলিউডের এই অভিনেত্রীকে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।