ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রাখি সাওয়ান্ত গ্রেফতার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
রাখি সাওয়ান্ত গ্রেফতার রাখি সাওয়ান্ত (ছবি: সংগৃহীত)

পৌরাণিক হিন্দু মহাকাব্য ‘রামায়ন’-এর লেখক ঋষি বাল্মীকিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় রাখি সাওয়ান্তকে আটক করেছে পাঞ্জাব পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) বলিউডের এই অভিনেত্রীকে আটক করা হয় বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

গত বছর একটি অনুষ্ঠানে ঋষি বাল্মীকিকে নিয়ে মন্তব্য করেছিলেন রাখি। বাল্মীকি সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিলো।

অভিযোগে বলা হয়েছে, বাল্মীকি সম্প্রদায় ও ঋষি বাল্মীকি অনুসারীদের আঘাত করেছেন রাখি। সে অভিযোগের ভিত্তিতে ৯ মার্চ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এদিকে, গ্রেফতারি পরোয়ানা জারির পর এক ভিডিও বার্তার মাধ্যমে সকলের কাছে ক্ষমা চেয়েছেন রাখি। যেখানে তিনি বলেছেন, ‘প্রথমে বিষয়টিকে আমি এপ্রিল ফুল হিসেবে ধরে নিয়েছিলাম। কিন্তু আমি জানতাম না যে, সত্যি সত্যি এবার আমাকে লক্ষ্য করা হয়েছে। মনে হয় বলিউড ইন্ডাস্ট্রির কেউ বলেই আমাকে খুব সহজে টার্গেট করতে পেরেছে। এমনটা করা হয়েছে। তবে সত্যি বলতে কারও অনুভূতিতে আঘাত করার ইচ্ছে ছিলো না আমার। আমি স্কুলে থাকাকালীন যা শিখেছি শুধুমাত্র তার একটি উদাহরণ দিয়েছিলাম। ’

তিনি আরও বলেন, ‘আমি এখনও পর্যন্ত কোনো পুলিশি তলব বা গ্রেফতারি পরোয়ানা পাইনি। শুধু মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ঋষি বাল্মীকিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় আমাকে আজ সকালে আটক করতে আসছেন পুলিশ। আমি বুঝতে পারছি না আমি কেন এর শিকার হলাম। কেননা আমি ঋষি বাল্মীকি ও বাল্মীকি সম্প্রদায়কে সম্মান করি। ’

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
বিএসকে/এসও

* গ্রেফতার হতে যাচ্ছেন রাখি সাওয়ান্ত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।