ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কারা দেখলেন ‘সত্তা’?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
কারা দেখলেন ‘সত্তা’? ‘সত্তা’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠান, ছবি: রাজীন চৌধুরী

না শাকিব খান না পাওলি দাম, কেউই উপস্থিত ছিলেন না ‘সত্তা’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে। প্রধান দুই নায়ক-নায়িকাকে ছাড়াই প্রিমিয়ার হলো ছবিটির। তবে ওই আয়োজনে মিডিয়ার গুরুত্বপূর্ণ অনেকেই ছিলেন।

ঢাকার স্টার সিনেপ্লেক্সে মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত ‘সত্তা’র উদ্বোধনী প্রদর্শনীতে নায়ক-নায়িকা ছাড়া অংশ নেন বাকি শিল্পী-কলাকুশলীরা।

এদিকে অনুষ্ঠান শুরুর ঘণ্টাখানেক আগে ভারতে বসে দর্শক ও ভক্তদের সঙ্গে ছবিটি নিয়ে সরাসরি ফেসবুকে আড্ডা দেন পাওলি দাম।

শাকিবও এখন পাওলির দেশে, শুটিংয়ে।  

উদ্বোধনী প্রদর্শনীতে অতিথি হয়ে এসেছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সাংবাদিক নঈম নিজাম, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, লেখক সাইমন জাকারিয়া প্রমুখ।  

‘সত্তা’র উদ্বোধনী প্রদর্শনীর আগেঅনুষ্ঠানে ‘সত্তা’র নির্মাতা হাসিবুর রেজা কল্লোল জানান, দেশব্যাপী ছবিটি মুক্তি পাবে ৭ এপ্রিল। সোহানী হোসেনের ‘মা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এটি। আমন্ত্রিত অতিথিদের অনেকেই ছবিটি দেখে ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করছেন।  

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।