ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মোনালিসা ফিরছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
মোনালিসা ফিরছেন মোনালিসা, ছবি: সংগৃহীত

দেশে নয়, পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। যুক্তরাষ্ট্র প্রবাসী এই শিল্পীর নতুন একটি টেলিছবি প্রচার হবে টিভিতে। ৮ মাস আগে এর কাজ করেছিলেন তিনি।

তখন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে টেলিছবির কাজটি করেছিলেন মোনালিসা। এর পরপরই দেশ ছাড়েন ফের।

‘আমি, তুমি ও সে’ নাটকে মোনালিসার সহশিল্পী সজল। মীর সামীর লেখা টেলিছবিটি পরিচালনা করেছেন নাহিদ বাবু।  

গল্পটি এমন— নাসিরের সঙ্গে বিজলীর পরিচয় সুমির মাধ্যমে। সুমি নাসিরের স্কুল জীবনের বন্ধু। একদিন সুমি এসে নাসিরকে বলে এই যে এই হলো বিজলী। ওর জন্য একটা মাইগ্রেশন ফরম এনে দে। ও মাইগ্রেশন করবে। ব্যস, এই টুকু পরিচয়। কয়েকদিন গেলো এভাবে । এক রাতে অনেক সাহস নিয়ে নাসির ফোন দিলো। বিজলী ফোন ধরলো। নাসির কথা না বলে কেটে দেয়। এরপর কাহিনি অন্যদিকে মোড় নেয়।

নির্মাতা বাবু বাংলানিউজকে জানান, গত ভালোবাসা দিবসে প্রচারের কথা থাকলেও পিছিয়ে যায় ‘আমি, তুমি ও সে’। মাছরাঙা টিভিতে ৬ এপ্রিল রাত সাড়ে ৭টায় প্রচার হবে এটি।  

এতে আরও অভিনয় করেছেন নীপা খান, শান্ত, নাজমুল নয়ন, রাজেস, শাওন, জাকিব প্রমুখ। ‘আমি, তুমি ও সে’ টেলিছবিটির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় পাওয়া যাবে মোনালিসাকে।

নাটকের দৃশ্যে মোনালিসা ও সজল২০১২ সালের জুনে আমেরিকা প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মোনালিসা। একই বছর ম্যাজিক ডে ১২.১২.১২ তে ঢাকার একটি রেস্টুরেন্টে মোনালিসা ও ফাইয়াজের বিবাবহোত্তর সংবর্ধনা হয়। কিছু দিন যেতে না যেতেই বিয়ে বিচ্ছেদেরও খবর বের হয়। এরপর থেকে আমেরিকায় একাই অবস্থান করছেন মোনালিসা। সব মিলিয়ে অভিনয়-মডেলিং-নৃত্য সবখানে তার অনুপস্থিতি বাড়তে থাকে। ভক্তদের প্রত্যাশা, প্রিয় এই অভিনেত্রী কাজে আবার নিয়মিত হবেন।  

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।