ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শ্রদ্ধা-আদিত্য জুটিতে নারাজ ফারহান?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
শ্রদ্ধা-আদিত্য জুটিতে নারাজ ফারহান? আদিত্য রয় কাপুর, শ্রদ্ধা কাপুর ও ফারহান আখতার (ছবি: সংগৃহীত)

দু’জনই বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রেমিক। একজন বর্তমান, অন্যজন প্রাক্তন। কথা হচ্ছে, ফারহান আখতার ও আদিত্য রয় কাপুরকে নিয়ে।

মহেশ ভাট প্রযোজিত ‘আশিকি টু’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন শ্রদ্ধা-আদিত্য। এরপর শুরু হয় এই জুটির প্রেমের গুঞ্জন।

এক সময় তাদের সেই সম্পর্কের পাট চুকে যায়। পরবর্তীতে ‘রক অন’খ্যাত তারকা ফারহান আখতারের সঙ্গে মন দেওয়া-নেওয়া শুরু হয় ‘এবিসিডি টু’খ্যাত এই তারকার। কিন্তু বিষয়টিকে অস্বীকার করেছেন শ্রদ্ধা-ফারহান।

মহেশ ভাটের প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিশেষ ফিল্মস’-এর ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি পার্টির আয়োজন করেছিলেন ‘আশিকি’খ্যাত এই প্রযোজক। যেখানে উপস্থিত ছিলেন আদিত্য ও শ্রদ্ধা। আর সেখানে তাদের ঘনিষ্ঠতা দেখে কিছুটা নারাজ হন ফারহান।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আদিত্যর ওপর নারাজ ফারহান। পরিস্থিতি সেখান থেকে খারাপের দিকে মোড় নেয়। এমনকি বিষয়টি জানার পর শ্রদ্ধা ফারহানের বাড়ি পর্যন্ত গেছেন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।