ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন টিজারে মান্না!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
নতুন টিজারে মান্না! মান্না (ছবি: সংগৃহীত)

প্রভাব বিস্তারকারী অভিনেতার নাম মান্না। নতুন প্রজন্মের কাছে আদর্শ নায়ক তিনি। তাইতো হঠাৎ প্রস্তানের এতো বছর পরও মান্না ফিরে আসেন জীবন্ত হয়ে! কিংবদন্তি মান্নার সম্মানে মুক্তি প্রতীক্ষিত একটি চলচ্চিত্রের টিজার তৈরি হয়েছে।

নতুনত্ব বা ব্যতিক্রমী উপস্থাপনায় বিশ্বাস করেন ডাকসাইটে চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী। তার ‘অন্তর জ্বালা’ ছবিতে অভিনয় করেছেন জায়েদ খান ও পরী মনি।

কিন্তু এর দ্বিতীয় টিজারে তিনি হাজির করেছেন প্রয়াত মান্নাকে। কী কারণে?

নায়ক মান্নার ভীষণ ভক্ত এক খেটেখাওয়া তরুণের চরিত্রে ছবিটিতে অভিনয় করেছেন জায়েদ খান। মান্নাকে ঘিরে তার ভালো লাগা ও কষ্টের চিত্র তুলে ধরা হবে ছবিতে। এরই এক ঝলক দেখা গেলো টিজারে। মান্না-পূর্ণিমা অভিনীত একটি গানের কিছু অংশ ছাড়াও টিজারে জায়েদের মুখে শোনা গেলো একটি সংলাপ, ‘আমার নায়ক মান্না মইরা গেছে?’

‘অন্তর জ্বালা’ ছবিটি উৎসর্গ করা হয়েছে নায়ক মান্নার নামে। ফার্স্টলুক টিজারের মতো দ্বিতীয়টিতেও চমক রেখেছেন মালেক আফসারী। যথারীতি এই টিজারের শেষেও হাজির ‘স্যালুট’ নিয়ে হাজির হয়েছেন মালেক আফসারী নিজে।

ধারনা করা হচ্ছে, ‘অভিনেতা’ জায়েদ ও ‘অভিনেত্রী’ পরীকে নতুনভাবে চেনা যাবে এই ছবিটিতে।   অচিরেই ‘অন্তর জ্বালা’ মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

* ‘অন্তর জ্বালা’ ছবির দ্বিতীয় টিজারের লিংক:

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।