ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার স্কুলে যাবেন সানি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
আবার স্কুলে যাবেন সানি সানি লিওন (ছবি: সংগৃহীত)

শাহরুখ খানের ‘রইস’ ছবিতে ‘লায়লা মে লায়লা’ গানে অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছেন সানি লিওন। এ কারণে পা যেনো মাটিতেই পড়ছে না বলিউডের এই নতুন লায়লার।

তবে এবার শুধু অভিনয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না বলিউডের এই অভিনেত্রী। ছবির অন্যান্য বিষয় নিয়েও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

দীর্ঘদিন ধরেই না-কি এমনটা ভাবছিলেন সানি। কিন্তু কাজ ও সময় স্বল্পতার কারণে তা সম্ভব হয়ে উঠছিলো না।

কিন্তু এ সুযোগ এখন আর হাতছাড়া করতে চান না কানাডিয়ান এই তারকা। এ কারণে লস অ্যাঞ্জেলসের একটি স্কুলে ভর্তি হয়েছেন ‘জিসম টু’খ্যাত এই তারকা। যেখানে চিত্রনাট্য লেখা ও ভিডিও সম্পাদনা বিষয়ে প্রশিক্ষণ নেবেন সানি।

এ প্রসঙ্গে সানির ভাষ্য, ‘নতুন কিছু শেখার জন্য আবার স্কুলে যাবো ভেবে আনন্দিত লাগছে। ’

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।